বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
Title :
জেলা প্রশাসকের বিরুদ্ধে দূর্নীতির মাধ্যমে জালিয়াতি, প্রতারনা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ নাটোরে প্রেমের সম্পর্কের জেরে পিতা-পুত্রকে কুপিয়ে জখম নাটোরের লালপুরে বিএনপি থেকে ৩৪ কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান নাটোরের বড়াইগ্রামে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত বড়াইগ্রামে পল্লী চিকিৎসক কাওছার আলম — নিজের উপার্জনে গড়ে তুলেছেন বিনামূল্যে কোরআন শিক্ষা কেন্দ্র বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিনের বিরুদ্ধে মারপিট করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ নাটোর জেলার সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: ‘মামা’ রানা পলাতক নাটোরের বাগাতিপাড়ায় নার্স কোয়ার্টার থেকে যুবকের  ঝুলন্ত লাশ উদ্ধার নিখোঁজের ১০ দিন পর রাজশাহীতে উদ্ধার দুই কিশোরী বড়াইগ্রামে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

এআই ভিডিও কী? কীভাবে এআই ভিডিও তৈরি করবেন

Reporter Name
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮৩

এআই ভিডিও মানে এমন এক ধরনের ভিডিও, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) প্রযুক্তির সাহায্যে তৈরি হয়। এই ভিডিও তৈরি করতে বাস্তব ক্যামেরা, স্টুডিও কিংবা অভিনেতা–অভিনেত্রী প্রয়োজন হয় না। শুধু একটি স্ক্রিপ্ট বা ধারণা (prompt) দিলেই AI সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দৃশ্য, চরিত্র, আবেগপ্রকাশ, ভয়েস ও ব্যাকগ্রাউন্ড।

এই ভিডিও হতে পারে:

টেক্সট-টু-ভিডিও (Text-to-Video)

ইমেজ-টু-ভিডিও (Image-to-Video)

ডিপফেইক ভিডিও (কোনো ব্যক্তির মুখ ও কণ্ঠ ব্যবহার করে বানানো ভিডিও)

বর্তমানে মার্কেটিং, শিক্ষাদান, বিনোদন ও সোশ্যাল মিডিয়ার কনটেন্টে এআই ভিডিওর ব্যবহার ক্রমেই বাড়ছে।

কীভাবে এআই ভিডিও তৈরি করবেন?

এআই ভিডিও তৈরি করার জন্য অনেক সহজ ও জনপ্রিয় টুল রয়েছে। নিচে ধাপে ধাপে একটি সাধারণ গাইড দেওয়া হলো:

১. একটি আইডিয়া বা স্ক্রিপ্ট তৈরি করুন

ভিডিওতে কী দেখাতে চান? সেটির একটা ছোট লেখা বা ধারণা তৈরি করুন। যেমন:

‘একজন শিশুর স্বপ্নে চাঁদে যাওয়ার কাহিনি’ অথবা ‘৩ মিনিটে জেনে নিন পেঁয়াজের উপকারিতা’।

২. একটি এআই টুল বেছে নিন

এখন বেশ কয়েকটি এআই টুল জনপ্রিয়। এগুলোর মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে- সোরা (ওপেনএআই), রানওয়ে, পিকা ল্যাবস, সিনথেসিয়া, হেজেন ইত্যাদি।

৩. স্ক্রিপ্ট ইনপুট দিন

টুলে গিয়ে নির্ধারিত জায়গায় আপনার লেখা বা প্রম্পট দিন। যেমন:

‘Generate a 15-second video of a cat playing piano in a concert hall.’

৪. ভিজ্যুয়াল, ভয়েস ও ব্যাকগ্রাউন্ড বেছে নিন

অনেক টুল আপনাকে ভয়েস, চরিত্র, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভাষা নির্বাচন করার সুযোগ দেয়। আপনি চাইলে বাংলা ভাষাও বেছে নিতে পারেন কিছু টুলে।

৫. ভিডিও জেনারেট করুন

সব সেটিং ঠিক করে ‘Generate’ বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে ভিডিও রেডি হয়ে যাবে। আপনি চাইলে সেটি ডাউনলোড করে ইউটিউব, ফেসবুক বা অন্য প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন।

কিছু গুরুত্বপূর্ণ দিক

এআই ভিডিওতে যেন ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য না থাকে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

কপিরাইট সংরক্ষিত ইমেজ বা ভয়েস ব্যবহারে সাবধানতা জরুরি।

ইউটিউব বা ফেসবুকের মনিটাইজেশন নীতিমালা মেনে কনটেন্ট বানাতে হবে।

ভবিষ্যতের দিকনির্দেশনা

বিশেষজ্ঞদের মতে, আগামীতে ইউটিউব, সোশ্যাল মিডিয়া এমনকি সিনেমার একটি বড় অংশ AI ভিডিও দিয়ে তৈরি হবে। তাই এখনই এই প্রযুক্তি শেখা ও ব্যবহার করা সময়োপযোগী সিদ্ধান্ত হতে পারে। এআই ভিডিও শুধু সময় ও খরচ কমায় না, বরং নতুন ধরনের কনটেন্ট তৈরির সুযোগ করে দেয়। তবে প্রযুক্তির পাশাপাশি আমাদের নৈতিকতা, তথ্যের সত্যতা ও দায়বদ্ধতার দিকেও সমান মনোযোগ দেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © স্বত্ব @২০১৪-২০২৪ বারবেলা পত্রিকা 
Theme Customized By BANGLARSHOMOY.NET