মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
Title :
নাটোর-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণার কর্মপন্থা নিয়ে আলোচনা সভা পুলিশের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত ও বিচারকদের নিরাপত্তা চেয়ে হাইকোর্ট বিভাগে রিট দায়ের লালপুরে নারী প্রলোভনের ফাঁদে চাঁদাবাজি, চক্রের ২ সদস্য গ্রেফতার সিংড়ায় দাউদার মাহমুদ: “২৯ বছরে জেলখানা ছাড়া সিংড়ার বাইরে ২৯ দিনও কাটাইনি” নাটোরের কান্দিপাড়ার রাজেদা বেগম: জোগালি থেকে হেডমিস্ত্রি—এক নারীর ২৩ বছরের লড়াই নাটোরে আ.লীগ নেতার ছেলেকে খুঁটিতে বেঁধে মারধর, পরে পুলিশের হাতে সোপর্দ বাগাতিপাড়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরিবারের ওপর সশস্ত্র হামলা: তিনজন আহত, স্বর্ণের চেইন ছিনতাই সিংড়ায় কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্তির দাবিতে কসমসের মানববন্ধন বড়াইগ্রামে চাকসু ভিপি ইব্রাহিম রনিকে গণসংবর্ধনা সিংড়ায় ধানের শীষের শতভাগ মনোনয়নের আশাবাদী অধ্যক্ষ আনু

থাইরয়েডের সমস্যা রয়েছে? এই ৩ খাবার খাবেন না 

Reporter Name
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৭

গলার কাছে থাকা ছোট্ট একটি গ্ল্যান্ড যা দেখতে অনেকটা প্রজাপতির মতো তাকে থাইরয়েড বলে। এই গ্ল্যান্ড থেকে নির্গত হরমোন নানা শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে। কিন্তু কখনো কখনো থাইরয়েড গ্ল্যান্ড খুব বেশি মাত্রায় সক্রিয় হয়ে পড়ে। আবার কখনো প্রয়োজনের তুলনায় কম কাজ করে। আর এমনটা হলেই হরমোনের মাত্রায় তারতম্য দেখা দেয়। থাইরয়েড হরমোনের ক্ষরণ বেশি হলে তাকে ‘হাইপারথাইরয়েডিজম’ বলা হয়। আর যদি প্রয়োজনের তুলনায় হরমোনটির ক্ষরণ কম হয়, তখন তাকে ‘হাইপোথাইরয়েডিজম’ বলা হয়। যে কারণে অনেকের ওজন, চুল পড়ার হার বেড়ে যায়।

আবার, অনেকের ক্ষেত্রে হৃদস্পন্দনের মাত্রা কমে যেতে দেখা যায়। এই ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওযুধ খেতে হয়। তবে পুষ্টিবিদদের মতে, ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু খাবার যদি ডায়েট থেকে বাদ দিতে পারেন, তাতেও উপকার মিলবে। থাইরয়েড থাকলে কোন কোন খাবারগুলো খাবেন না? চলুন জেনে নেওয়া যাক-

soya

সয়াজাত খাবার

বেশ কিছু সমীক্ষা অনুযায়ী, সয়াজাত খাবার বেশি খেলে থাইরয়েডের সমস্যা বেড়ে যায়। থাইরয়েডের ওষুধের সঙ্গে এই খাবার খেলে উল্টো প্রতিক্রিয়াও হতে পারে। তাই থাইরয়েডের সমস্যা থাকলে খাদ্যতালিকা থেকে টোফু, সয়াবিন থেকে প্রাপ্ত দুধ ইত্যাদি কম খাওয়াই ভালো।

ক্রুসিফেরাস সবজি

ক্রুসিফেরাস সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ব্রকলি, কালে, মূলা, শালগম ইত্যাদি থাইরয়েডের জন্য ক্ষতিকর। নিয়মিত থাইরয়েডের ওষুধ খেলে এমন খাবার এড়িয়ে চলাই ভালো।

প্রক্রিয়াজাত খাবার

প্যাকেটবন্দি প্রক্রিয়াজাত খাবারে থাকে বাড়তি লবণ আর চিনি। তাই এ ধরনের খাবার এড়িয়ে চলতে চেষ্টা করুন। প্রক্রিয়াজাত খাবারে এমন কিছু রাসায়নিক থাকে, যা ওষুধের সঙ্গে মিশে সমস্যা তৈরি করতে পারে। তাই এসব খাবার যত কম খাবেন ততই মঙ্গল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © স্বত্ব @২০১৪-২০২৪ বারবেলা পত্রিকা 
Theme Customized By BANGLARSHOMOY.NET