শেখ হাসিনা ও আওয়ামী লীগ ফেরাউন-নমরুদের চাইতেও খারাপ: দুলু
কাজী মাহমুদুল হাসান, নাটোর
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউন-নমরুদের চাইতেও খারাপ শাসন কায়েম করেছে। গত ১৫ বছরে এদেশে আলেম-ওলামারা স্বাধীনভাবে চলাফেরা, সভা-সমাবেশ কিংবা ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারেননি।
রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া জামে মসজিদ সংলগ্ন একটি হাফেজিয়া মাদরাসা স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
দুলু বলেন, “আওয়ামী লীগ আলেম-ওলামাদের ধর্ম প্রচারে বাধা দিয়েছে। ইমাম ও ইসলামপ্রেমী মানুষদের জালসা-সমাবেশে অংশ নিতে দেয়নি। আল্লাহর নির্দেশে যেমন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের বাণী প্রচারের সময় বিরোধীদের বাধার সম্মুখীন হয়েছিলেন, তেমনি গত ১৫ বছর ধরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইসলামকে ধ্বংসের চেষ্টা চালিয়েছে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম ও হাফিজ উদ্দিন হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতা আতাউর রহমান আতাসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.