বাগাতিপাড়ায় পাপিয়ার জনসভা অনুষ্ঠিত
হাসান আলী সোহেল,নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ আশিফা আশরাফি পাপিয়া।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার লোকমানপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১নং পাঁকা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভায় বক্তব্য রাখেন তিনি। জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবু হাসনাত বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন- ২নং জামনগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবদল নেতা গোলাম আজম, সাবেক ছাত্রদল নেতা সোহেল রানা ও সাইদুল ইসলাম প্রমুখ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশিফা আশরাফি পাপিয়া বলেন, “বিএনপির রাজনীতিতে কোনো অতিথি পাখির ঠাঁই নাই। ত্যাগী নেতা-নেত্রীরা সব সময় বিএনপিতে মূল্যায়ন পেয়েছে এবং আমি বিশ্বাস করি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে কখনো কোনো আপোষ করেননি। একই ধারা অব্যাহত রেখেছে তার সুযোগ্য পুত্র তারেক রহমান। তার নেতৃত্বে আজ বিএনপি ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে। আগামী সংসদ নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত।”
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.