নাটোরের বড়াইগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের সঙ্গে মতবিনিময় করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল।
সুরুজ আলী, বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম পৌর তৃণমূল নেতৃবৃন্দের সাথে জেলা সেচ্ছাসেবক দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বড়াইগ্রাম পৌরসভার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বড়াইগ্রাম পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল নাটোর জেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব জহিরুল ইসলাম জহির।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য ফরহাদ কাজী। এছাড়াও বড়াইগ্রাম পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়ারুল, রমজান আলীসহ পৌর শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা নেতৃবৃন্দ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অভিযোগ, আবেগ ও অনুভূতিগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সেচ্ছাসেবক দলের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি জনাব জহিরুল ইসলাম জহির তার বক্তব্যে বলেন,
দেশের বর্তমান সংকটকালীন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একমাত্র তারেক রহমানই হলেন জনগণের আশা-ভরসার কেন্দ্রবিন্দু। তিনি দ্রুত দেশে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন এমন প্রত্যাশা করেন দেশের কোটি কোটি মানুষ।
তিনি আরও বলেন,
সেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তৃণমূলের কর্মীরা দলের প্রাণ, তাদের ত্যাগ ও পরিশ্রমেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।
Leave a Reply