রাকসু নির্বাচনে জিএস প্রার্থী সিংড়ার সোয়াইব
মোঃ ইব্রাহিম আলী,
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আসন্ন রাজশাহী বিশ্ব বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিএস পদে প্রার্থী হয়ে প্রচারণায় মাঠে নেমেছেন সিংড়ার সন্তান সোয়াইব হোসেন। জিএস প্রার্থী সোয়াইবের জন্মস্থান উপজেলার বিজয়নগর গ্রামে।
দীর্ঘ সময়ের ছাত্ররাজনীতিতে তার সক্রিয় ভূমিকা, শিক্ষার্থীদের কল্যাণে নিরলস প্রচেষ্টা ও নেতৃত্বগুণ ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোচিত হয়েছেন তিনি।
সোয়াইব "সম্মিলিত শিক্ষার্থী জোট"-এর প্যানেলে জিএস পদ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার প্রতীক ব্যালট নম্বর (৩)।
প্রার্থী সোয়াইব বলেন, দীর্ঘদিন ধরে তৃণমুল ছাত্রদের কল্যাণে কাজ করছি। সুখে দুঃখে পাশে থেকেছি। আশা করি আগামী নির্বাচনে তারাই আমাকে বিজয়ী করবেন। ছাত্রদের আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি বিজয়ী হলে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব, সেশনজটমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.