মাদক ছাড়ো ভবিষ্যৎ গড়ো— এ স্লোগানকে সামনে রেখে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মাদক বিরোধী র্যালি।
র্যালিতে অংশ নেন কারাগারের কর্মকর্তা, ট্রেনিং সেন্টারের সদস্য ও ব্যান্ড পার্টির সদস্যরা। আজ সকাল ১০ টার সময় কারাগার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে বিশ্বরোড প্রদক্ষিণ করে দেশের একমাত্র কারা প্রশিক্ষণ কেন্দ্রে যুরে কারাগারে সামনে গিয়ে এই র্যালিটি শেষ হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স শাহ আলম খান, জেলার আমানুল্লাহ, উপ-তত্ত্বাবধায়ক নুর মোহাম্মদ, ডেপুটি জেলার সৌরভ আহমেদ, ট্রেনিং সেন্টারের তারেক কামালসহ আরও অনেকে।
এ সময় ডিআইজি প্রিজন্স শাহ আলম খান জানান,আমরা মাসব্যাপী মাদকবিরোধী র্যালির আয়োজন করেছি। কারাগারের ভেতরে ও বাইরে মাদক নির্মূলে বিশেষ তল্লাশি চলছে। পাশাপাশি বন্দী ও দর্শনার্থীদের সম্পৃক্ত করে সচেতনতা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
Leave a Reply