সুজন মাহমুদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে সরাসরি জড়িত সরদার পাড়ার শহিনুজ্জামান শাহিনের মেয়ে ফাউজিয়াকে আটক করে।
বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই শামীম ও এএসআই রাজিব দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে।জানা যায় নিহত মমতাজ বেগমের গহনার জন্যই ফাউজিয়া এ ঘটনা ঘটায়।গহনা বিক্রী করে বুধবার রাত ১১ দিকে পালিয়ে যাবার সময় নাটোর হরিশপুর বাসষ্ট্যান্ড থেকে ফাউজিয়া সহ তার কথিত স্বামী মিনারুলকেও আটক করে।গহনা বিক্রী করে লাগেজ ভর্তি নতুন পোষাক কিনে পালিয়ে যাচ্ছিলো তারা।ফাউজিয়া নিহত মমতাজ বেগমের সম্পর্কে নাতনী।
উল্লেখ্য গত রবিবারে রাত আটটার সময় ফাঁকা বাড়িতে একা পেয়ে তিন ভোরি গহনার লোভে বৃদ্ধ মমতাজ বেগমকে হত্যা করে ফাউজিয়া। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারোয়ার জানান,নিহত মমতাজ বেগম এর মেয়ে এ ঘটনায় বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ বাদী’র করা হত্যা মামলায় আটক ফাউজিয়া ও তার কথিত স্বামী। তাদেরকে আজ জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply