মোঃ সুজন মাহমুদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার, ৯ অক্টোবর, দুপুর ১২টার দিকে উপজেলার আগ্রাণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস।
গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে যে, ওই অঞ্চলের মধু হোসেনের কন্যা, মাত্র ১৩ বছর বয়সী ফদেইছা খাতুনের বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খবর পাওয়ার পরপরই, ইউএনও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিয়ে বন্ধ করে দেন। অভিযানে সংশ্লিষ্ট পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, "বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। সমাজ থেকে এ অপসংস্কৃতি দূর করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।" এই ধরনের অভিযান সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনমনে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন।
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.