বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
Title :
জেলা প্রশাসকের বিরুদ্ধে দূর্নীতির মাধ্যমে জালিয়াতি, প্রতারনা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ নাটোরে প্রেমের সম্পর্কের জেরে পিতা-পুত্রকে কুপিয়ে জখম নাটোরের লালপুরে বিএনপি থেকে ৩৪ কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান নাটোরের বড়াইগ্রামে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত বড়াইগ্রামে পল্লী চিকিৎসক কাওছার আলম — নিজের উপার্জনে গড়ে তুলেছেন বিনামূল্যে কোরআন শিক্ষা কেন্দ্র বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিনের বিরুদ্ধে মারপিট করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ নাটোর জেলার সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: ‘মামা’ রানা পলাতক নাটোরের বাগাতিপাড়ায় নার্স কোয়ার্টার থেকে যুবকের  ঝুলন্ত লাশ উদ্ধার নিখোঁজের ১০ দিন পর রাজশাহীতে উদ্ধার দুই কিশোরী বড়াইগ্রামে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

জেলা প্রশাসকের বিরুদ্ধে দূর্নীতির মাধ্যমে জালিয়াতি, প্রতারনা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫২

জেলা প্রশাসক, ঢাকা, অতি: জেলা প্রশাসক, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা-৩ শাখার কানোনগো সহ ১০/১১ জন সার্ভেয়ার, তেজগাও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য কর্মকর্তা-কর্মচরীদের বিরূদ্ধে এলে.এ কেস নং ০২/২০১৯-২০২০ সংক্রান্ত মিস কেস নং ১৯/২০২২ এর অধিগ্রহণের টাকা আমাদের না-দিয়া দূর্নীতি ও প্রতারণার মাধ্যমে ভাগাভাগি করিয়া আত্মসাৎ করার আভযোগ

নিজস্ব প্রতিবেদক

১৪ই আক্টোবর ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভুক্তভোগী মো: নুরুল ইসলাম ও তার আইনজীবী মো: ইমদাদুল হক কাজী এক সংবাদ সম্মেলনে আরো বলেন, ঢাকা জেলার তেজগাঁও থানাধীন, তেজগাঁও শিল্প এলাকা মৌজার জে.এল নং-৬. সিটি দাগ নং-৫৯০৬ দাগে ০৩৬৮ একর সম্পত্তি এল, এ কেস নং-০৩.১৫.২/২০১৯-২০২০ মাধ্যমে অধিগ্রহণ করা হইয়াছে এবং উক্ত সম্পত্তি অধিগ্রহণের জন্য ৪,০১,২৮,৯৫৩/৭৬ টাকা গ্রহণের জন্য মোঃ আব্দুল জব্বার নোটিশ প্রাপ্ত হইয়াছে। কিন্তু আঃ জব্বার কখনই ৫৯০৬ নং দাগে কোন সম্পত্তি খরিদ করেন নাই বা আব্দুল জব্বার এর নামে ৫৯০৬ নং দাগের খরিদা কোন দলিল নাই। ৫৯০৬ নং দাগের সম্পত্তির ১৪৭ নং একটি জাল দলিল তৈরী করিয়াছেন মোঃ আবুল কালামসহ ৩১ জন। ৩১ জনের মধ্যেও আঃ জব্বার এর নাম নাই। উক্ত ১৪৭ নং দলিল বাতিলের জন্য মামলা দায়ের করা রহিয়াছে। তাছাড়া উক্ত দলিলে ৫৯০৬ ও ৫৯০৮ দাগ মিলাইয়া ৪৯৫ অযুতাংশ সম্পত্তি খরিদ দেখাইয়াছেন কিন্তু কোন দাগে কতটুকু সম্পত্তি তাহাও উল্লেখ নাই এবং ২টা দাগের সুনির্দিষ্ট ফোন চৌহদ্দি নাই। দলিল দাতা হিসাবে দেখা যায় জাহানারা খাতুনের নাম ব্যবহার করা হইয়াছে। সুতরাং আব্দুল জব্বার এর নামে ৫৯০৬ দাগের অধিগ্রহণের নোটিশ পাওয়াটা রহস্যজনক বটে। সরেজমিনে যে রাস্তা অধিগ্রহণ করা হইয়াছে তাহা ৫৯০৫ নং দাগের দক্ষিণ পার্শ্বে যাহা আমার খরিদা সম্পত্তির দক্ষিণ পার্শ্বে কিন্তু আমাকে কোন নোটিশ না দিয়া আব্দুল জব্বারকে নোটিশ দিয়া টাকা প্রদান করা হইয়াছে। অন্যদিকে উক্ত জেলা, থানা ও মৌজার সিটি জরীপে ৫৯০৫ দাগের ০৪.১২৫ শতাংশ সম্পত্তি খরিদ করিয়াছি আমি দরখাস্তকারী। যাহার দাতা হইতেছে আম্বিয়া খাতুনের নিযুক্তীয় আম-মোক্তার-মনোয়ার আলী। বিক্রীত সম্পত্তির চৌহদ্দিতে উল্লেখ আছে উত্তরে-দলিল দাত্রীর দেয়া ৬ ফুট চলাচলের রাস্তা। যাহা ৫৯০৫ দাগের সম্পত্তি। উক্ত চলাচলের রাস্তা অধিগ্রহণ করা হইয়াছে যাহা সার্ভেয়ার সাহেবকে বলার পরও কোন কর্ণপাত করেন নাই।

এল.এ অফিস হইতে মাপ ঝোক করার সময় আমি সরেজমিনে উপস্থিত ছিলাম। আমাকে নোটিশ দেয়ার কথা থাকলেও অদ্য পর্যন্ত আমাকে কোন নোটিশ দেয়া হয় নাই। আমি বহুবার আমার অন্য সম্পত্তির বিষয়ে এল, এ অফিসে আসিয়াছি কিন্তু উল্লেখিত সম্পত্তি অধিগ্রহণের টাকা পাওয়া সম্পর্কে বহু চেষ্টা করিয়াও কোন প্রকার তথ্য জানতে পারি নাই। অভিযুক্তদের কাছে জিজ্ঞাসা করিলে বলে সময় হলে জানিতে পারিবেন। আমাদের বিরক্ত করবেন না। নিরুপায় হইয়া আমি গত ২৬/৭/২০২২ ইং তারিখে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাখা-৩ এ ভূমি অধিগ্রহণ কর্মকর্তার নিকট সমস্ত বর্ণনা দিয়া একখানি আবেদন জমা দিই যাহা হেল্প ডেক্স ভূমি অধিগ্রহণ অনু বিভাগ গ্রহণ করেন। ক্রমিক নং-৩৫৪০, তাং-২৬/৭/২০২২। অত্র দরখাস্ত দাখিলের পর আমি রোকনুজ্জামান স্যার এবং মোঃ আব্দুল্লা আল রনি স্যারকে জানাইয়াছি। উক্ত স্যারগণ জানাইয়াছেন যে, উভয় পক্ষের শুনানী ছাড়া কাহাকেও টাকা দেয়া হইবে না। দুঃখের বিষয় যে, তানজিলা আক্তার ম্যাডাম আসার পর কোন শুনানী ছাড়াই ২৮/৫/২৪ ইং তারিখে রাসেল, নাহিদুল, তাজুল ইসলাম এর ওয়ারিশদের ৩৮,১৬,১৯৮.২৬ টাকার চেক প্রদান করিয়াছেন। এলাকায় যাইয়া আব্দুল জব্বার গং উল্লাস করিয়া বলিতেছে ‘টাকা লওয়া ঠেকাতে পারলি না। এবার এল, এ অফিসে হতে তোরা কিছুই পাইবি না। সব আমাদের পক্ষেহইবে সে ব্যবস্থা করিয়াছি। তোকে ফকির বানাইয়া ছাড়িব।” আমি গত ০৯/৭/২৪ ইং তারিখে এল.এ অফিসে আসিয়া সার্ভেয়ার হাফিজ সাহেবের নিকট জানাইলে তিনি সরাসরি বলেন আপনি টাকা আজ কান্ডা করতে চান? এযুগে তা সম্ভব নয়। আগের স্যারের সময় পার পাইয়াছেন এখন আর সম্ভব

নয়া- আমি তাহার কথা শুনিয়া হতভম্ব হইয়া পড়ি। আমি নিরুপায় হইয়া এলাকায় যাইয়া আব্দুল জব্বারের নিকট বলি যে, সম্পত্তির দলিল আপনার, অধিগ্রহণের টাকা উত্তোলনের জন্য নোটিশ পাইয়াছেন আপনি কিন্তু টাকা উত্তোলন করাইয়াছেন অন্য লোক দিয়া ঘটনা কি? উত্তরে আব্দুল জব্বার জানায় আমি আমার মলিল ব্যবহার করিয়া আপনার অন্য দাগের জমি গ্রহণ করিব বিধায় অনুরুপ কাজ করিয়াছি। এছাড়া বেশী কিছু বলা যাইবে না বলিয়াও প্রকাশ করিয়াছেন। আমার ৪৪৯২নং দলিলে উল্লেখ রহিয়াছে ৫৯০৫ দাগের উত্তরে ৬ ফুট রাস্তা রহিয়াছে। কিন্তু চলাচলের সুবিধার্থে আমি ৫৯০৫ নং দাগের দক্ষিণ পার্শ্ব দিয়া রাস্তা করিয়া চলাচল করিয়া আসিতেছি। উক্ত রাস্তার অংশ ৫৯০৬ নং দাগের সম্পত্তির সাথে অধিগ্রহণ করা হইয়াছে। সে কারণে আমার অংশ মোতাবেক আমি অধিগ্রহণের টাকা পাইতে হকদার। কিন্তু সমস্ত টাকা যোগসাজসীভাবে স্বত্ববিহীন লোকজনকে প্রদান করেন তাহা খুবই বে-আইনী ও বেদনাদায়ক বটে। তাহাছাড়া কোনরুপ শুনানী ছাড়া অবৈধআবে এক পক্ষকে চেক প্রদান করা মোটেই সমীচীন নহে। উক্তরুপ কার্য দুর্নীতি এবং প্রতারণার সামিল বটে। আমি এল,এ-৩ শাখায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তার অফিসে যাইয়া সার্ভেয়ার আঃ হাফিজ, আব্দুল বারিক ও মোঃ শহিদুল সাহেবের নিকট আমার ৫৯০৫নং দাগের ও ৫৯০৮ দাগের অধিগ্রহণকৃত সম্পত্তির সম্পর্কে কোন তথ্য জানিতে চাহিলে আমাকে ধমক দিয়া সরাইয়া দেন এবং স্যারের সাথে কথা বলার জন্য বলিলে বা কেসের তারিখ সম্পর্কে জানিতে চাহিলে বলে নোটিশ দিয়া জানানো হইবে। কিন্তু আজ পর্যন্ত কখনোই আমাকে নোটিশ মাধ্যমে জানান হয় নাই। প্রায় সময়ই আমাকে তাড়াইয়া দিয়া প্রতিপক্ষের সাথে আলোচনায় মশগুল থাকিয়াছেন। জানিতে পারিলে বিগত ৩০-০৯-২০২৫ তরিখে অধিগ্রহণের টাকা আমাদের না-দিয়া নন- এওয়ার্ডিদের ক্ষতিপূরণের টাকা প্রদান করিয়াছে যাহা বন্ধ করা দরকার। আমি একজন অশিক্ষিত এবং নিরীহ প্রকৃতির লোক। বাধ্য হইয়া আমি অনেক ঘটনার মধ্যে কিছুটা প্রকাশ করিয়া আপনাদের নিকট অত্র অভিযোগ দায়ের করিলাম। আমি সুষ্ঠ বিচার চাই। আমি দলিল মোতাবেক আমার অংশের পাওনা আদায়ের প্রতিকার চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © স্বত্ব @২০১৪-২০২৪ বারবেলা পত্রিকা 
Theme Customized By BANGLARSHOMOY.NET