বাউয়েটে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি।
নাটোরের কাদিরা সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে সিএসই বিভাগের উদ্যোগে র্যালি ও সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার ১৫ অক্টোবর কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
প্রধান অতিথি বলেন, ‘শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।’ তিনি সাইবার হামলা প্রতিরোধে করণীয় কাজসমূহ মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন এবং সামজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।
কর্মশালার রিসোর্স পারসন ছিলেন বাউয়েট সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বাইট ক্যাপসুল এর সিইও, সিকিউরিটি অ্যানালিস্ট সাকিব হক জিসান। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি রিসোর্স পারসনকে ক্রেস্ট প্রদান করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
সিএসই বিভাগের শিক্ষার্থী মাইশা তাসনিম-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রধান সহকারী অধ্যাপক অনন্যা সরকার। এছাড়া সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বাউয়েট প্লাজা থেকে শুরু হয় এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্লাজায় এসে শেষ হয়।
#সুরুজ আলী,
নাটোর ০১৭১৫-১২১৮৫৮
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.