নাটোরে র্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
বিয়ের প্রলোভনে এক তরুণীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামী মোঃ সুমন (২৬)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর একটি যৌথ অভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সুমন রাজশাহী জেলার চারঘাট থানার ফরিদপুর এলাকার বাসিন্দা এবং মোঃ এমদাদুলের ছেলে।
প্রায় ৬ বছর আগে ভিকটিম ও আসামী সুমনের পারিবারিকভাবে বিয়ে হয়। তবে সাংসারিক কলহের কারণে ২ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে সুমন বিদেশে চলে গেলেও ভিকটিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। সম্প্রতি এক মাস আগে বিদেশ থেকে দেশে ফিরে ভিকটিমকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্কের জাল বোনে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি তারিখ, সন্ধ্যা সাড়ে সাতটার সময়, রাজশাহী জেলার চারঘাট থানার আরজি সাদিপুর (হঠাৎ পাড়া) এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির ভিতরে ভিকটিমকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সুমন।
পরে ভিকটিম নিজেই বাদী হয়ে চারঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামী পলাতক ছিল।
ঘটনার পর র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের সময়, নাটোর সদর উপজেলার পৌরসভা ফুলবাগান সড়ক এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ সুমনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার চারঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, সমাজে ধর্ষণসহ নারীর প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
➡️ র্যাব-৫ এর আহ্বান:
মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সহযোগিতা করুন এবং সঠিক তথ্য দিয়ে র্যাবকে সহায়তা করুন।
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.