গুরুদাসপুরে পৌরসভার উচ্ছেদ অভিযান: চাচঁকৈড় মেইন রোডে অবৈধ স্থাপনা অপসারণ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,
মেহেদী হাসান শাওন
নাটোরের গুরুদাসপুর পৌরসভার বানিজ্যিক কেন্দ্র চাচঁকৈড় মেইন রোড এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এর আগে গত ৯ অক্টোবর একই এলাকায় অভিযান চালিয়ে দোকানদারদের সতর্ক করা হয় এবং পরে পৌরসভা থেকে মাইকিংয়ের মাধ্যমে বারবার অবৈধ দখলকারীদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। সতর্কতা উপেক্ষা করে অবৈধ দখল অব্যাহত রাখায় দ্বিতীয় দফায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রোকেয়ার মোড় থেকে চাচঁকৈড় বাজার পর্যন্ত রাস্তার ওপরের ফুটপাত ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এসময় সরকারি রাস্তার জায়গায় স্থাপনা গড়ে তোলার দায়ে রোকেয়া ক্লিনিকের সামনে রোকেয়া ক্লিনিকের প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তায় রাখা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার আইন অমান্য করায় জব্দ করা হয়।
অভিযানে গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম, আনসার বাহিনী, পৌর স্টাফ ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সহযোগিতা করেন।
চাচঁকৈড় বাজারের ব্যবসায়ীরা এ অভিযানকে স্বাগত জানিয়ে ইউএনও ফাহমিদা আফরোজ ও পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউএনও ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ দেশ রূপান্তর কে বলেন, “জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। কেউ সরকারি রাস্তা বা জায়গা দখল করে ব্যবসা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
মো. মেহেদী হাসান শাওন
১৬.১০.২৫
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.