নাটোর আদালত চত্বর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে হামলা, মারধর, স্বর্ণালংকার ও টাকা লুটপাট এবং প্রাণনাশের হুমকির অভিযোগে নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বাদী মোছাঃ আনোয়ারা খাতুন (৬৯) পাঁকা গ্রামের মৃত আকতারুজ্জামান (হিরা)-এর স্ত্রী এবং পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি বৃহস্পতিবার নাটোরের বাগাতিপাড়া আমলী আদালতে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে বাদীর নিকট চাঁদা দাবি করে আসছিল। গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বাগাতিপাড়া থানার পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রামে বাদীর নিজ বাড়িতে হামলা চালিয়ে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে।
এ সময় আসামিরা বাদীর কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে প্রাণে হত্যার হুমকি দেয়। তারা বাদী, তার স্বামী ও ছেলের স্ত্রীকে মারধর করে এবং জোরপূর্বক দুটি ফাঁকা স্ট্যাম্প ও একটি চেকে স্বাক্ষর নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ছাড়া ঘর থেকে প্রায় তিন লক্ষ টাকার স্বর্ণালংকার এবং এক লক্ষ টাকা নগদ লুট করে নিয়ে যায় বলে বাদী জানান।
জোসনা সরকার, মোঃ রেজাউল করিম, কাওছার জামানসহ নয়জনকে আসামি করা হয়েছে।
সকলের ঠিকানা বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।
বাদী আনোয়ারা খাতুন বলেন,
“আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, অসুস্থ ও অসহায়। আমার ছেলে বিদেশে চাকরি করে এবং নিয়মিত টাকা পাঠায়। সেই টাকার লোভেই আসামিরা আমাকে ও আমার পরিবারকে টার্গেট করেছে। তারা স্থানীয়ভাবে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।”
তিনি আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৭৯/৩৮০/৩০৭/১০৭/১১৪/৫০৬(২)/৩৪ ধারায় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
ঘটনার সাক্ষী হিসেবে মোছাঃ রুনা খাতুনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
আদালত মামলাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
বাদী আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply