শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
নাটোর জেলায় দশটি কলেজে কোন ছাত্রছাত্রী পাস করেনি নাটোরের বাগাতিপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষিকার বাড়িতে হামলা ও চাঁদা দাবি: মামলা দায়ের গুরুদাসপুরে পৌরসভার উচ্ছেদ অভিযান: চাচঁকৈড় মেইন রোডে অবৈধ স্থাপনা অপসারণ রাবিতে রাকসু নির্বাচন: কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ঘিরে বিতর্ক চাকসুর নবনির্বাচিত ভিপিকে বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা বড়াইগ্রাম থানার ওসি হলেন সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ ওসি নাটোরে নীতি ও কার্যক্রমে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন, মূলধারায় অন্তুভর্’ক্তিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাটোরে দু:স্থ পরিবারকে লাইফ ফর লাইফের অটোরিকশা প্রদান নাটোর পৌর যুবলীগের আহবায়ক এডভোকেট উজ্জ্বল গ্রেফতার নাটোরের রনি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি

নাটোরের রনি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি

Reporter Name
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২৭

গ্রাম থেকে নেতৃত্বের মঞ্চে: চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি।

গোপালগঞ্জ থেকে চট্টগ্রাম—দৃঢ়তা, সাহস ও আদর্শে গড়া এক তরুণ ছাত্রনেতার জীবনযাত্রা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নাটোরের বাগাতিপাড়ার তরুণ ছাত্রনেতা মোঃ ইব্রাহীম হোসেন রনি। তিনি পেয়েছেন ৮১৬৮ ভোট, যা তরুণ প্রজন্মের কাছে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার স্পষ্ট প্রমাণ।

গ্রামীণ জীবনের সাধারণ শুরু থেকে আজ তিনি হয়ে উঠেছেন ছাত্রনেতৃত্বের দৃঢ়তা, অধ্যবসায় ও আদর্শের এক প্রতীক।

নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে জন্ম ইব্রাহীম হোসেন রনির।
পিতা মোঃ এনামুল হক একজন কৃষক, মা মোছাঃ আছমা বেগম গৃহিণী।
চার ভাইবোনের মধ্যে রনি পরিবারের বড় সন্তান। ছোটবেলা থেকেই দায়িত্বশীল, পরিশ্রমী ও দৃঢ়চেতা মনোভাবের অধিকারী ছিলেন তিনি।

শিক্ষাজীবনে প্রাথমিকের গণ্ডি পার করেন পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক: মুরাদপুর পাঁচুড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক: রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে।

রাজশাহীর নিউ ডিগ্রি কলেজেই প্রথম আলোচনায় আসেন রনি। যুক্তিসঙ্গত বক্তব্য, আত্মবিশ্বাসী উপস্থাপনা ও নেতৃত্বগুণে তিনি শিক্ষক ও সহপাঠীদের নজর কাড়েন।
রাজশাহীর উত্তাল ছাত্ররাজনীতিতে তিনি হয়ে উঠেন এক সাহসী নাম।

নিউ ডিগ্রি কলেজের শামসুদ্দিন হোস্টেলে অবস্থানকালে সংগঠনের কর্মকাণ্ডে তিনি নেতৃত্ব দেন। একবার মহানগর ছাত্রলীগের তৎকালীন সেক্রেটারির নেতৃত্বে একদল অস্ত্রধারী তাঁর ওপর হামলার চেষ্টা চালায়।
জীবন-মৃত্যুর ভয়াবহ সেই মুহূর্তেও রনি হার মানেননি—অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান, আর সেই ঘটনার পর হয়ে ওঠেন আরও সাহসী, আরও দৃঢ়প্রতিজ্ঞ। উচ্চমাধ্যমিক শেষে-পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথমে গোপালগঞ্জে ভর্তি হয়েছিলেন রনি। কিন্তু শান্ত পরিবেশে তাঁর মন টেকেনি।
রনি বলেন “আমি ঢেউ চাওয়া মানুষ; চ্যালেঞ্জ না থাকলে প্রাণ টেকে না,” —নিজের এই বিশ্বাস থেকেই তিনি পুনরায় ভর্তি পরীক্ষা দেন এবং ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

এই সিদ্ধান্তই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নতুন পরিবেশে এসে রনি আবারও প্রমাণ করেন—সংগ্রামই মানুষকে গড়ে তোলে, বিশ্বাসই মানুষকে উচ্চতায় পৌঁছে দেয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে রনি হয়ে উঠেছেন আরও পরিণত, দায়িত্বশীল ও প্রভাবশালী নেতা।
ছাত্ররাজনীতি, সমাজসেবা ও ইসলামী মূল্যবোধ—সবকিছুর সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন এক ভারসাম্যপূর্ণ নেতৃত্বের ধারা।

সহপাঠীদের ভাষায়—“রনি শুধু নেতা নন, তিনি একজন দিকনির্দেশক—যিনি কথা নয়, কাজ দিয়ে নেতৃত্ব দেন।”

গতকাল অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৮১৬৮ ভোটে জয়ী হয়েছেন ইব্রাহীম হোসেন রনি।
তাঁর এই বিজয় শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি তাঁর দীর্ঘ সংগ্রামী জীবনের এক গৌরবময় প্রতিফলন।

সহপাঠীরা বিশ্বাস করেন—সততা, আদর্শ ও ন্যায়ের পথে থেকে রনি তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠবেন প্রেরণার এক উজ্জ্বল প্রতীক।
গ্রামীণ জীবনের মাটির গন্ধ নিয়ে যে তরুণ একদিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের মঞ্চে উঠে দাঁড়ালেন—
তিনি আজ এক অনন্য উদাহরণ।
আল্লাহ তাঁকে সফলতা দিন, এবং ন্যায় ও সত্যের পথে তাঁর অগ্রযাত্রা অব্যাহত রাখুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © স্বত্ব @২০১৪-২০২৪ বারবেলা পত্রিকা 
Theme Customized By BANGLARSHOMOY.NET