কাজী মাহমুদুল হাসান, নাটোর
নাটোরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন "লাইফ ফর লাইফ" একটি অসহায় অসচ্ছল দুঃস্থ পরিবারকে অটোরিকশা প্রদান করেন।
আজ বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) সকালে নাটোর সদরের দিঘাপতিয়া উত্তরা গণভবনের সামনে" লাইফ ফর লাইফে"র নেতৃবৃন্দ অসহায় এই পরিবারকে অটোরিকশাটি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লাইফ ফর লাইফের সাধারণ সম্পাদক নাটোর প্রেসক্লাবের জুনিয়র সহ-সভাপতি ও যুগান্তরের নাটোর প্রতিনিধি শহীদুল হক সরকার , বৈশাখী টিভি ও মানব জমিনের প্রতিনিধি ইসাহাক আলী, অফিস সম্পাদক ও আমার দেশের প্রতিনিধি আব্দুস সালাম , ইসলামী চিন্তাবিদ টিভি ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা রুহুল আমিন জিহাদী , প্রচার সম্পাদক নয়া দিগন্তের নাটোর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় নেতৃবৃন্দ বলেন, লাইক ফর লাইক সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সমাজের অসহায় দরিদ্র পরিবারের মাঝে সবসময় যথাসাধ্য সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। সমাজের অসচ্ছল অসহায় হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান করে উচ্চতর শিক্ষায় অনবদ্য ভূমিকা পালন করছে ।
তারা আরো বলেন ,ইতোমধ্যে সংগঠনের বিভিন্ন সামাজিক কার্যক্রমে সকল মহলে ভূয়সি প্রশংসিত হচ্ছে। আগামীতেও প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধানসহ দেশের সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করবেন বলেও জানান ।
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.