বিশেষ প্রতিবেদক
আজকে সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফল অত্যন্ত হতাশা জনক। সারা বাংলাদেশে পাঁচ লক্ষের উপরে ছাত্রছাত্রী ফেল করেছে। ভূমিধস ফেল। অনেক কলেজে কোন ছাত্র-ছাত্রী পাস ই করেনি। এমন কলেজ সংখ্যা নেহাত কম নয়। আমাদের নাটোর জেলায় দশটি কলেজে কোন ছাত্র-ছাত্রী পাস করেনি । এই দশটি কলেজে সকল ছাত্র-ছাত্রী ফেল । সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- নাটোর সদর উপজেলার আবুল খায়ের কলেজ, এম রুহুল কুদ্দুস তালুকদার কলেজ, ইয়াসিনপুর কলেজ, পীরগঞ্জ আদর্শ কলেজ, লালপুর উপজেলার পাইকপাড়া কলেজ, মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম মহিলা কলেজ, গুরুদাসপুর উপজেলার বৃ-কাশো কলেজ, নলডাঙ্গা উপজেলার সড়কুটিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং বাগাতিপাড়া উপজেলার তমালতলা মহিলা কলেজ।
Leave a Reply