নিজস্ব প্রতিবেদক
নাটোরে গত ৫ আগোষ্ট-২০২৪ ইং তারিখ থেকে দীর্ঘদিন পলাতক থাকার পর নাটোর জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় হত্যা সহ ৮টি মামলার আসামী এ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জলকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা ওসি মাহবুব রহমানের নেতৃত্বে এসআই জামান একদল পুলিশ বুধবার কান্দিভিটা তার নিজ বাড়ি ঘেরাও করে আটক
নাটোর পৌর যুবলীগের সভাপতি এ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জলকে আটক করে
রিপোর্ট লেখা পর্যন্ত নাটোর কোর্টে হস্তান্তর করার জন্য থানা পুলিশ প্রস্তুতি চলছিল। উজ্জলকে আটক করার ঘটনার সত্যতা স্বিকার করেছেন নাটোর থানার ওসি। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে বলে জানা যায়।
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.