নাটোরের সিংড়ায় এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম গ্রামে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক বিশদ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাটোর জেলার প্রধান সমন্বয়ক প্রফেসর এস.এম. জার্জিস কাদের (বাবু)। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
প্রফেসর এস.এম. জার্জিস কাদের (বাবু) তার বক্তব্যে বলেন,
“জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।”
সভায় আরও আলোচনা করা হয় স্থানীয় উন্নয়ন, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং পার্টির নীতি-নীতিমালা জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়গুলো নিয়ে। অংশগ্রহণকারীরা ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভা শেষে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় যে, তারা দলের নীতি অনুযায়ী কাজ করবেন এবং আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ও সফলভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবেন।
উল্লেখযোগ্য: এই মতবিনিময় সভা স্থানীয় জনগণের সঙ্গে পার্টির সংযোগ শক্ত করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিকে ত্বরান্বিত করার জন্য আয়োজন করা হয়েছিল।
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.