রাকসু হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয় সিংড়ার সোয়াইব হোসাইন
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন নাটোরের সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের মেধাবী শিক্ষার্থী সোয়াইব হোসেন। নির্বাচনে তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।
বৃহস্পতিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে সম্পন্ন এ নির্বাচনকে ঘিরে হলে ছিল উৎসবের আমেজ। ফলাফল ঘোষণার পর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোয়াইব হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
নির্বাচনে জয়লাভের পর প্রতিক্রিয়ায় সোয়াইব হোসেন বলেন,সহপাঠীদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতায় শহীদ শামসুজ্জোহা হলকে একটি আদর্শিক ও শিক্ষাবান্ধব হলে রূপ দিতে চাই।
নির্বাচিত জিএস হিসেবে দায়িত্ব গ্রহণের পর হলের শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও সংগঠনের শিক্ষার্থীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.