নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মোঃ সুজন মাহমুদ,ভ্রাম্যমাণ প্রতিনিধি বারবেলা পত্রিকা।
নাটোরের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে রাজন আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাজন আলী লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, রাজন আলী সকালে বাড়ি থেকে বের হয়। দুপুরে গোপালপুর রেলগেটের পাশে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল রাজন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে খণ্ড খণ্ড হয়ে যায়। পরে স্থানীয়রা স্টেশনে খবর দিলে রেলওয়ে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের টুকরোগুলো উদ্ধার করে।
জিআরপি ঈশ্বরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.