লালপুরে শিক্ষকদের ৩ দফা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারক লিপি প্রদান
মেহেরুল ইসলাম মোহন, সহকারী সম্পাদক
নাটোরের লালপুরে ৩ দফা দাবি আদায়ে আন্দোলনরত এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারিদের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সভা ও স্মারক লিপি প্রদান করেছেন লালপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা। রোববার (১৯শে অক্টোবর) দুপুরে লালপুর উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোপালপুর বাজার,রেলগেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।এ সময় মোহরকয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গোপালপুর মহিলা আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ বেলাল হোসেন, গোপালপুর পৌর টেনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, মঞ্জিলপুকুর কৃষি কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম,পাইকপাড়া দাখিল মাদ্রাসার সুপার মওলানা আবুল কালাম আজাদ,ভেল্লাবাড়িয়া বাগুদেওয়ান আলীম মাদ্রাসার অধ্যক্ষ জয়তুননেসা, শিক্ষক মঞ্জুরা খাতুন প্রমুখ।
এ সময় বক্তারা প্রহশনের ৫ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন বাতিল করে ২০% হারে বাড়ি ভাড়া, ১হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারিদের জন্য ৭৫%উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারি করার দাবি জানান। সমাবেশ শেষে তারা লালপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
উল্লেখ্য যে, গত ১৩ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় নাটোরের লালপুরেও এমপিভূক্ত শিক্ষকদের মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া, ১হাজার ৫০০টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারিদের জন্য ৭৫% উৎসব ভাতা ও সচিবালয়ের সামনে শিক্ষকদের উপর পুলিশের হামলা ও বল প্রয়োগের প্রতিবাদে দাবিতে বিদ্যালয়ে কর্ম বিরতি পালন করে আসছেন শিক্ষক-কর্মচারীরা।
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.