সমাজসেবার আইকন তরুণ সাদী মুহাম্মাদ তামিম পেয়েছেন কাজের স্বীকৃতি স্বরুপ নানা সম্মাননা
কালিদাস রায়:
ব্যস্ততা ও আতœকেন্দ্রিক এই পৃথিবীতে বেশির মানুষ কেবল আতœকেন্দ্রিক চিন্তা ও চর্চায় ব্যস্ত সময় পার করেন। অপরের জন্য চিন্তা করার জন্য সময় নেই যেন কারো। কিন্তু এরমধ্যেও অনেক মানুষ আছেন যারা সমাজের নানা অসঙ্গতি, সমস্যা দূরীকরণ ও সম্ভাবনা বাস্তবায়নে, অপরের জন্য নীরবে নিঃস্বার্থভাবে কাজ করে যান। নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা তরুণ সমাজসেবক সাদী মুহাম্মাদ তামিম তাদের মধ্যে একজন। সামাজিক কাজের স্বীকৃতি স্বরুপ ইতোমধ্যে কয়েকটি দেশী-বিদেশী সম্মাননায় ভ’ষিত হয়েছেন। সর্বশেষ সমাজসেবায় তার নিরলস কাজ এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার প্রচেষ্টার জন্য তাকে 'স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন। এই সম্মাননা বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২২টি ক্যাটাগরিতে ৫০জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে সামাজিক কাজের স্বীকৃতি স্বরুপ তিনি চধঃংযধষধ ইবংঃ ঠড়ষঁহঃববৎ অধিৎফ ২০২১, অংরধহ ণড়ঁহম ঞবষবহঃ অধিৎফ ২০২১, ঐবৎড় অধিৎফ ২০২২, এষড়নধষ ণড়ঁঃয খবধফবৎংযরঢ় অধিৎফ ২০২৩ সম্মননায় ভ’ষিত হন।
তামিমের সমাজসেবার পথচলা শুরু হয় ২০১৫ সালে। কলেজে পড়ার সময় একদিন রক্তদান কর্মসূচীতে অংশ নেন তিনি। এই কর্মসূচী তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। স্মৃতিচারণ করে তামিম জানান, ‘একদিন দেখলাম, এক ভিক্ষুক আরেক ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে। সেই দৃশ্যটা আমার মাথায় ঝড় তোলে। ভাবলাম সে যদি পারে, আমি কেন পারব না? এখান থেকেই আমার সমাজসেবার যাত্রা।’ এ উপলব্ধিই তামিমকে মানুষ ও সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা দেয়।শুরুতে তাকে সহযোগীতা করেন কলেজ শিক্ষক খাইরুল আলম।
প্রায় এক দশকের এই পথচলায় তামিম একা নয়। তিনি গড়ে তুলেছেন ‘সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। তার সংগঠন এখন কাজ করছে চলনবিল অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে। কোনো প্রচারণা নেই, নেই গৌরবের আয়োজন- আছে কেবল সহানুভূতির টান। সংগঠনের ব্যানারে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা, নানা সমস্যা সমাধান করে থাকেন। এই সংগঠনের অন্যতম সদস্য হলেন সোয়েব মুহাম্মাদ, সিনিয়র সংগঠক মোহাম্মদ অংকন ও মির্জা মুহাম্মাদ শাফি কালাম।
নানা প্রতিক’লতা থাকলেও তিনি ও তার সংগঠন থেমে থাকেননি। এমনকি মাদকবিরোধী প্রচারণা চালাতে গিয়ে মৃত্যুর হুমকি পর্যন্ত পেয়েছেন তামিম। কাজ করতে গেলে বাধা আসবেই জেনেও তামিমদের পথচলা থেমে নেই। সব মানবিক কাজের পেছনে থাকে কিছু অনুপ্রেরণার মানুষ।
তামিমদের গড়া সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রমের জন্য রক্তদান কর্মসুচি খুবই গুরুত্বপূর্ণ। প্রায় ১২’শ সেচ্ছাসেবীরা প্রতিনিয়ত মানুষের প্রয়োজনে রক্তদান করে থাকে। পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষার্থীদের বিনামূল্যে প্রাইভেট, কলেজ ফি মওকুফ, বইয়ের ব্যবস্থা করা ইত্যাদি সহযোগীতা নিশ্চিত করে থাকেন তামিমরা। করোনাকালীন সময় উপজেলার ৪০ টি বিদ্যালয় এ মাস্ক ও স্যানিটাইজার বিতরণ। উপজেলার প্রত্যন্ত এলাকার ১৩ টি বিদ্যালয়ে বিনামূল্যে ৬ ধরনের ঔষধ প্রদান অব্যাহত রয়েছে। তামিমের সমাজসেবামূলক কাজের মধ্যে অন্যতম কাজ হলো মাদকবিরোধী কার্যক্রম। তিনি প্রায় ৫০জনকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে এনেছেন। এখন তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা ভালো প্রতিষ্ঠানে কাজ করছে। এটা তার জীবনের সবচেয়ে বড় সাফল্য।এছাড়া ভবিষ্যত কর্মপরিকল্পনায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দিতে চান তামিম ও তার সংগঠন। পাশাপাশি মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণের কাজেও তাদের মনোযোগ বাড়াচ্ছে।
তামিম জানান, আসলে একটা সম্মাননা তাদের জন্য খুব গুরুত্বর্পণ, যারা কোনো নির্দিষ্ট সেক্টরে কাজ করেন। একটা পুরস্কার কাজের গতি হাজার গুণ বাড়িয়ে দেয়। আমার জন্যও এটা কাজের প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ দিক, যা আমাকে সামনের পথে আরও অনুপ্রাণিত করবে। তিনি বলেন, প্রতিটি সমাজকর্মীর পথেই যেমন আলো থাকে, তেমনি থাকে আঁধারও। সমাজসেবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফান্ড সংগ্রহ করা এবং আসল ভুক্তভোগীকে শনাক্ত করা। আমরা চলনবিলের মহিলা শিক্ষার্থীদের নিয়ে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্য দিয়েই আমরা শিক্ষা ও সামাজিক পরিবর্তন দুটো লক্ষ্যেই এগিয়ে যেতে চাই।"
তামিম মনে করেন, সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুরাই পারে একটি জাতিকে এগিয়ে নিতে। শুধু মানসিকতা বদলালেই তারা সমাজসেবায় যুক্ত হতে পারে। তাই তরুণদের উদ্দেশ্যে তার পরামর্শ, প্রাপ্তির আশায় নয়, দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। সৎ সাহস আর লক্ষ্য থাকলে বাধা জয় করা সম্ভব।
কালিদাস রায়, নাটোর, ১৮-১০-২০২৫
প্রকাশক-সম্পাদকঃ আলেক উদ্দিন শেখ (আলেক শেখ) মোবাইলঃ ০১৭১২-৮৬৩৪৭৭ ঠিকানাঃ বাসা # ০০৭৬-০১ নীচতলা হানিফ আলী শেখ সড়ক, কান্দিভিটা, নাটোর-৬৪০০, নাটোর। ই-মেইলঃ newsbarbelapotrika@gmail.com বার্তা সম্পাদকঃ মোঃ রনি আহমেদ মোবাইলঃ ০১৭১৪-০০১১৯৫
Copyright © 2025 Daily Barbela Potrika. All rights reserved.