
সিংড়ায় ধানের শীষের শতভাগ মনোনয়নের আশাবাদী অধ্যক্ষ আনু
মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, “তৃণমূল বিএনপি ও সাধারণ মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি।” তারেক রহমানের ‘গ্রীন সিগন্যাল’ পাওয়ার পর থেকেই তিনি মাঠে নেমে কাজ করছেন বলে জানান তিনি। আসন্ন নির্বাচনে ধানের শীষের শতভাগ মনোনয়ন পাওয়ার ব্যাপারেও তিনি বেশ আত্মবিশ্বাসী।
রবিবার (১৬ নভেম্বর) সকালে সিংড়ার ছাতার দিঘী ইউনিয়নের কালিগঞ্জ সাপ্তাহিক হাটে ৩১ দফা ঘোষণা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ আনু জানান, গত ১২ আগস্ট তারেক রহমান ফোন করে তাকে সিংড়া আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে কাজের নির্দেশ দেন। তারপর থেকে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের নিয়ে তিনি নিয়মিত মাঠে রয়েছেন—লিফলেট বিতরণ করছেন, ৩১ দফা কার্যক্রমের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি—আমার নেতা আমাকে মনোনয়ন দেবেন। নির্বাচিত হলে সিংড়াবাসী আমার কাছে নিরাপদ থাকবে। আমরা শান্তি, সৌহার্দ্য ও উন্নয়নের একটি সুন্দর সিংড়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
গণসংযোগে সঙ্গে ছিলেন—উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, বজলার রহমান বাচ্চু, শাহাদাত হোসেন, রিয়াদ মোস্তফা, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন, মিলন হোসেন মাষ্টার, উপজেলা যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টুসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া ছাতার দিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন, সাবেক সাধারণ সম্পাদক জনাব আলী, সাবেক সদস্য সচিব মহাসিন আলী, সাবেক যুগ্ম সম্পাদক মিনার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
—
বারবেলার ক্ষুদ্র সম্পাদকীয়:
সিংড়ার রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। তৃণমূলে সক্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশাও বাড়ছে। গণসংযোগের এমন চিত্র যদি সৌহার্দ্য ও শান্তির রাজনীতির দিকে পথ দেখায়—সেই আশা রাখাই যায়।
Leave a Reply