রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
Title :
নাটোরে দুর্গাপূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা সাইফুল বাবু’র ছোট গল্প – নিরবতা সিংড়ায় পাঁচ দফা দাবিতে জামায়াত ইসলাম এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাটোরে ৫ দফা দাবিতে জামায়াত ইসলাম এর বিক্ষোভ প্রাথমিক বিদ্যালয়ে হাঁটু পর্যন্ত পানি নাটোরের সিংড়ায় শায়েখে চরমোনাইয়ের বিশাল জনসভা অনুষ্ঠিত নাটোর সদর উপজেলার হালশায় জামায়াতের অফিস উদ্বোধন করলেন সংসদ সদস্য পদপ্রার্থী নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাগাতিপাড়ায় উপজেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং গানের শিক্ষক নিয়োগ না করার জন্য দাবি জানিয়েছেন নাটোর ওলামা মাশায়েক আইম্মা পরিষদ বাগাতিপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও প্রতারণার অভিযোগ

ভালোবাসা আর প্রেম কি এক? 

Reporter Name
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯২

ভালোবাসা— জীবনের অন্যতম সুন্দর এক অনুভূতির নাম। কে যে কখন কাকে ভালোবেসে ফেলে, কাকে মন দিয়ে বসে তা আগে থেকে টের পাওয়া কঠিন। সাধারণের ভিড়ে হঠাৎ কাউকে অসাধারণ মনে হয়। তার প্রেমে পড়ে যায় মানুষ। এগুলো সবই স্বাভাবিক। কিন্তু প্রেম আর ভালোবাসা কি এক? 

না। কাউকে ভালোবাসা আর কারো প্রতি প্রেমে পড়া আসলে এক বিষয় নয়। কাউকে ভালবাসা এবং কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার অনুভূতি অনেকটা একইরকম হলেও দুটো বিষয়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।

প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য:

কারো প্রেমে পড়া বলতে বোঝায়, মায়ায় পড়া। কাউকে নিজের মতো করে কাছে পাওয়ার অনুভূতি ও আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়া। এর সঙ্গে কিছুটা কামনা বা বাসনাও জড়িয়ে আছে। অন্যদিকে কাউকে ভালোবাসা মানে শারীরিক সম্পর্ক উপেক্ষা করে কাউকে কাছে পাওয়ার অনুভূতি।

১. প্রেম তৈরি হয় মনে:

প্রেম পুরোপুরি মানসিক বিষয়। মানুষের মনে এর সৃষ্টি হয়। ইচ্ছা করলেই কারো প্রেমে পড়া যায় না। যখন আপনার মন কারো প্রতি মায়া বা টান অনুভব করবে তখনই আপনি তার প্রেমে পড়তে পারবেন। প্রেম এমন এক শক্তি যা আপনার সব অনুভূতিকে নিয়ন্ত্রণে নিয়ে যাবে। আর তখন আপনি মন যা চাচ্ছে তাই করবেন। অর্থাৎ আপনার সব নিয়ন্ত্রণ চলে যাবে মনের হাতে। ভালোবাসার ক্ষেত্রে মন এত প্রভাব খাটায় না।

 

২. প্রেম একপাক্ষিক হতে পারে, ভালোবাসা দ্বিপাক্ষিক:

একজন মানুষ যাকে ভালোবাসে কিংবা যার প্রেমে পড়ে তাকে অবশ্যই প্রায়োরিটি লিস্টে সবার আগে স্থান দেয়। এই ক্ষেত্রে দুটো বিষয়ই একই রকম। একজন মানুষ যাদের ভালোবাসেন, তাদের জন্য সবকিছুই করতে চেষ্টা করেন। তাদের ইচ্ছা-আকাঙ্ক্ষা পূরণ করতে সবার আগে এগিয়ে আসেন এবং পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করেন। অন্যদিকে আপনাকে যিনি ভালোবাসবেন তিনিও এরকমটাই পেতে চাইবেন। তবে একজন ব্যক্তি যার প্রেমে পড়েছেন তিনি অপরপক্ষকে সবার আগে প্রথম স্থানে নাও রাখতে পারে।

৩. অধিকার ও অংশীদারিত্বের মধ্যে পার্থক্য:

আমরা আমাদের মা-বাবাকে ভালোবাসি। কারণ তাদের প্রতি আমাদের অধিকার রয়েছে। সেসঙ্গে আমরা ভাই-বোন, বন্ধুবান্ধবকে ভালোবাসি একই কারণে। কিন্তু কেউ যখন কারো প্রেমে পড়ে তখন অধিকারের পাশাপাশি চলে আসে অংশীদারিত্বের কথা। প্রেমে পড়লে মানুষ তাকে বিশ্বাস করেন। ব্যাপারটা অধিকারের চেয়ে একটু বেশি।

৪. কারো প্রেমে পড়া মানে তার সুখের জন্য সবকিছু করা:

আপনি যখন কারো সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন কিংবা তার প্রেমে পড়েন তখন আপনি তার জন্য সবকিছু করতে চেষ্টা করবেন। সবসময় তার সঙ্গে থাকতে চেষ্টা করবেন। কখনো তার থেকে আলাদা হতে চাইবেন না। অন্যদিকে আপনি যাকে ভালোবাসবেন তাকে অবশ্যই ব্যক্তিগত স্বাধীনতা দেবেন। প্রয়োজনে তাকে কাছে পাওয়ার আশাও বিসর্জন দিতে প্রস্তুত থাকবেন।

৫. কারো প্রেমে পড়া সব সময়ের:

কারো প্রেমে পড়ার বিষয়টি সবসময়ের জন্যই। অন্যদিকে কারো প্রতি ভালোবাসা যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে। অর্থাৎ ভালোবাসার সম্পর্কটি হতে পারে অস্থায়ী। কিন্তু কারো সঙ্গে সম্পর্কে গড়ে তোলা বা প্রেমে পড়াটা এতটা অস্থায়ী নয়। যদি আপনি সত্যিকার অর্থে কারো প্রেমে পড়েন তাহলে আপনারা সুখী হতে চেষ্টা করবেন। এই সম্পর্কে আপনাকে কোনোসময়ই মেকিভাব নিয়ে থাকতে হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © স্বত্ব @২০১৪-২০২৪ বারবেলা পত্রিকা 
Theme Customized By BANGLARSHOMOY.NET