শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
Title :
রাজশাহীর পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বড়াইগ্রামে বনপাড়া বাইপাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভা জনসমুদ্রে পরিনত। রাকসু হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয় সিংড়ার সোয়াইব হোসাইন নাটোরের সিংড়ায় এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের লালপুর এলাকার যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে উদ্ধার নাটোর জেলায় দশটি কলেজে কোন ছাত্রছাত্রী পাস করেনি নাটোরের বাগাতিপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষিকার বাড়িতে হামলা ও চাঁদা দাবি: মামলা দায়ের গুরুদাসপুরে পৌরসভার উচ্ছেদ অভিযান: চাচঁকৈড় মেইন রোডে অবৈধ স্থাপনা অপসারণ রাবিতে রাকসু নির্বাচন: কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ঘিরে বিতর্ক চাকসুর নবনির্বাচিত ভিপিকে বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

জুলাই গণঅভুত্থ্যানে নাটোরের চার শহীদকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, শহীদ পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০

জুলাই গণঅভুত্থ্যানে নাটোরের চার শহীদকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, শহীদ পরিবারের সংবাদ সম্মেলন

কাজী মাহমুদুল হাসান, নাটোর

জুলাই গণঅভুত্থ্যানে নিহত নাটোরের চার শহীদকে নিয়ে একটি জাতীয় দৈনিকের ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শহীদ পরিবারের সদস্যরা। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে নাটোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শহীদ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ওই জাতীয় দৈনিকটি তাদের প্রথম পাতায় সংবাদ প্রকাশ করে দাবি করেছে—নাটোরের তৎকালীন এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুনে পুড়ে নিহত পাঁচজনের মধ্যে কেবল শাওন খান সিয়াম শহীদ, বাকি চারজনকে শহীদ হিসেবে গণ্য করা যাবে না। পত্রিকাটি আরও বলেছে, যারা পুলিশের গুলি বা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত হননি তারা শহীদ নন।

শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, এই সংবাদ প্রকাশের মাধ্যমে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁচানোর অপচেষ্টা চলছে। তারা জানান, জুলাই গণঅভুত্থ্যানের সময় শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান আন্দোলনে সহযোগিতার অভিযোগে কারাগারে বন্দি ছিলেন। শহীদ শরিফুল ইসলাম মোহনের ছেলে ফারহান ফুয়াদকে আন্দোলনের সময় নির্যাতন করা হয়। একইভাবে শহীদ মেহেদী হাসান রবিন, মিকদাদ হোসেন খান আকিব ও শহীদ ইয়াসিন আলীও আন্দোলনের অংশ ছিলেন।

তারা আরও বলেন, ৬ আগস্ট ভোরে নাটোরের আলোচিত জান্নাতী প্যালেস থেকে আকিব, সিয়াম, ইয়াসিন আলী ও শরিফুল ইসলাম মোহনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে অগ্নিকাণ্ডে আহত রবিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শফিকুল ইসলাম শিমুলসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বর্তমান সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

শহীদ পরিবারের অভিযোগ, নাটোরের একটি মহল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচাতে পরিকল্পিতভাবে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তারা বলেন, জুলাই গণঅভুত্থ্যান কোনো একদিনের ঘটনা নয়, বরং জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তারা সকলেই শহীদ। অথচ হঠাৎ করেই একটি পত্রিকা আগুনে পুড়ে নিহতদের শহীদ নয় বলে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শহীদ মেহেদী হাসান রবিনের স্ত্রী ওয়াহিদা হাসান, শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, শহীদ শরিফুল ইসলাম মোহনের ছেলে ফারহান ফুয়াদ, শহীদ ইয়াসিন আলীর পিতা ফজের আলী।

তারা সাংবাদিকদের আহ্বান জানান, সত্য প্রকাশে কলম চালিয়ে জুলাই গণঅভুত্থ্যানে নিহত শহীদদের মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © স্বত্ব @২০১৪-২০২৪ বারবেলা পত্রিকা 
Theme Customized By BANGLARSHOMOY.NET