রাজশাহীর পুঠিয়ায় র্যাবের অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিএসসি রাজশাহী সদর দপ্তর ক্যাম্পের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া থানার নামাজগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১️। মোঃ শেরে আলী (২৭), পিতা মোঃ মোতালেব হোসেন, সাং তাতারপুর, থানা চারঘাট, জেলা রাজশাহী।
২️। মোঃ আসাদুল ইসলাম বিজয় (২৪), পিতা জিয়াউর রহমান, সাং বানেশ্বর পূর্বপাড়া, থানা পুঠিয়া, জেলা রাজশাহী।
র্যাব জানায়, ধৃত আসামিরা এলাকার চিহ্নিত মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করছিল।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং পুঠিয়ার নামাজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ইয়াবাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
➡️ র্যাব-৫ এর আহ্বান:
মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সহযোগিতা করুন এবং সঠিক তথ্য দিয়ে র্যাবকে সহায়তা করুন।
Leave a Reply